রিট মামলা কি | রিট পিটিশন কিভাবে করতে হয় | রিট মামলা করার নিয়ম

রিট কি? রিট মামলা কাকে বলে?

কোন নাগরিকের মৌলিক অধিকার লংঘন হয়েছে কিংবা কোন বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার নেই এমন দুটি ক্ষেত্রে সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে যে পিটিশন দায়ের করা হয় তাকে সাধারণত রিট বলা হয়।

রিট মামলা করার নিয়ম 

উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা দেখলাম মূলত দুটি কারণে রিট মামলা করা যেতে পারে। প্রথমটি হলো সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোন বিষয়ে মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট পিটিশন দায়ের করা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে নাগরিক  হিসাবে আপনি কিছু মৌলিক অধিকার ভোগ করে থাকেন। কোন সরকারি প্রতিষ্ঠান বা সরকারি কোন কর্মকর্তা যদি উক্ত মৌলিক অধিকার ব্যাহত করে, সেক্ষেত্রে আপনি উক্ত সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে রিট করতে পারবেন। 

Leave a Comment