আর রাহমানু অর্থ | ইয়া রাহমানু নামের ফজিলত | ইয়া রাহিমু ইয়া রহমানু

আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহ তাআ’লার রহমতে ভালো আছে। বন্ধুরা আজকে আর্টিকেল মহান আল্লাহ তাআ’লার গুন বাচক নাম গুলোর অর্থ এবং ফজিলত সম্পর্কে জানাবো। আল্লাহ তা’আলার সুন্দর সুন্দর নাম গুলোকে আসমাউল হুসনা বলা হয়।

হযরত আবু হোরায়রা (রা:) বলেন, নবী করিম (সাঃ) এরশাদ করেছেন আল্লাহ তালার ৯৯টি নাম রয়েছে, যে সেগুলো মুখস্থ করবে সে বেহেশ্তে প্রবেশ করবে। ইয়া রহমানু অর্থ – (পরম দয়ালু) পবিত্র হাদীস শরীফে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাস বলেছেন, ‘সকল প্রকার যিকির হতে আল্লাহ্ পাকের নামের যিকির সর্বোত্তম।’

এই পোস্টিতে জানতে পারবেন ইয়া রহমানু অর্থ ইয়া রহমানু ফজিলত এবং পড়ার নিয়ম।

ইয়া রহমানু  অর্থ | ইয়া রহমানু ফজিলত 

ইয়া রহমানু অর্থ পরম দয়ালু । ইয়া রহমানু আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম গুলোর মধ্যে একটি। ইয়া রহমানু যিকির হিসেবে পড়তে পারবেন। আল্লাহ নামের যিকির এর ফজিলত অনেক। ফরম করুনাময় আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমল করার জন্য ইয়া রহমানু করুণাময়। পরম করুনাময় অতি দয়ালু।

Leave a Comment