চেহারা সুন্দর করার দোয়া কি

চেহারা সুন্দর করার দোয়া কি

চেহারা সুন্দর করার জন্য ইসলামী একটা আমল বা দোয়া 

আল্লাহ কারো চেহারা অসুন্দর করে তৈরে করে নাই।৫ ওয়াক্ত নামাজ পরেন চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাহআল্লাহ,সুন্দর বলতে উজ্জল বা পরিষ্কার হয়ে যাবে।

আল্লাহ তাআলা মানুষকে সুন্দর গঠানাকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এ কথা আল্লাহ পবিত্র কুরআনেই বলেছেন। তবে সৌন্দর্যে কিছু তারতম্য রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার দুআ শিখিয়েছেন এভাবে اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي.। অর্থ, হে আল্লাহ আপনি যেভাবে আমার সৃষ্টিতগত গঠনাকৃতিকে সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকে সুন্দর করে দেন। ইতহাফুল খিয়ারাহ, হাদীস ৫২০০। তবে আপনি চেহারাকে আরো সুন্দর করার জন্য প্রাকৃতিক বা চিকিৎসাগত উপায় গ্রহণ করতে পারেন। সাথে আল্লাহর নিকট দুআ করতে পারেন। নিজেকে সর্বদিক দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। চেহারা এমনিই সুন্দর হয়ে যাবে।

(২)

আপনি সূরা নূর ৩৫ নং আয়াত প্রত্যেকদিন পাঠ করে দু হাতে ফুঁ দিয়ে মুখে ও অন্যান্য স্থানে মাখবেন। এটি অত্যন্ত পরীক্ষিত আমল , ভূল তেলাওয়াত করা যাবেনা।

tag: চেহারা সুন্দর করার দোয়া কি

Leave a Comment