দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত | dinajpur jila kiser jonno bikkhato

সুপ্রিয় পাঠকবৃন্দ, দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে জানার জন্য হয়তো আপনার উৎসাহিত, তাই আজকে আমরা আলোচনা করব dinajpur jila kiser jonno bikkhato তাহলে জেনে নেই কেন‌ দিনাজপুর জেলা  বিখ্যাত ।
দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত | dinajpur jila kiser jonno bikkhato

দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত

দিনাজপুর জেলা চিড়া, পাপড়, লিচু এবং কাটারিভোগ চাল এর জন্য বিখ্যাত।

দিনাজপুর জেলার কিছু বিখ্যাত স্থান:

স্বপ্নপুরী

দিনাজপুর রাজবাড়ি

রামসাগর

কান্তজিউর মন্দির

কয়লাখনি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সীতাকোট বিহার

ঘোডাঘাট দুর্গ

সিংড়া ফরেস্ট

নয়াবাদ মসজিদ

দিনাজপুরের বিখ্যাত খাবার

দিনাজপুর বিখ্যাত তার সুগন্ধি আতপ চালের জন্য। আছে কাটারী ভোগ চাল। দিনাজপুরের চায়না ৩ লিচু সারা বাংলাদেশে বিখ্যাত তার স্বাদের জন্য। চিড়া এবং খই এর ও খুব সুনাম এই অঞ্চলের। আছে মসুর ডালের সুস্বাদু পাঁপড়। পিঠা পুলির মধ্যে আছে নুনিয়া পিঠা, গুড়্গুড়ি পিঠা (অনেকে একে কুকুর ঢেলাও বলে থাকে)। আর আছে শিদল। কচু, পুটি মাছ আর নানা শাক পাতা মিশিয়ে গাঁজন পদ্ধতিতে তৈরি হয় এই শিদল।

দিনাজপুর জেলার পরিচিতি

১৭৮৬ সালে দিনাজপুর জেলা গঠন করা হয় ৷ দিনাজপুর জেলার নামকরণ নিয়ে নানা মত প্রচলিত। ধারণা করা হয় যে, দিনরাজ নামের এক

রাজার সম্মানে এ জেলার নামকরণ করা হয়

দিনাজপুর। দিনাজপুর জেলার আয়তন প্রায় ৩,৪৪৪ বর্গ কিলোমিটার এবং এ জেলায় ৩২ লক্ষ মানুষ বসবাস করে। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, পূর্বে গাইবান্ধা ও রংপুর জেলা, দক্ষিনে জয়পুরহাট ও গাইবান্ধা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত রয়েছে। 

দিনাজপুর জেলা

বর্তমানে দিনাজপুর জেলা বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা হলেও ১৯৪৭ সালের দেশভাগের আগে দিনাজপুর জেলার আয়তন আরো বেশি ছিল। দেশভাগের সময় দিনাজপুর জেলাকে অর্ধেক বাংলাদেশের অংশে এবং বাকি অর্ধেক ভারতের সাথে যুক্ত করা হয়। বর্তমান ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা পূর্বে দিনাজপুর জেলার মহকুমা হিসেবে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৮১ সালে দিনাজপুর থেকে পঞ্চগড় মহকুমাকে আলাদা করে পঞ্চগড় জেলার সৃষ্টি করা হয়। এছাড়া ১৯৮৪ সালে ঠাকুরগাঁও জেলায় উন্নীত করা হয়। তারপরেও ১৩ টি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গেরবৃহত্তম জেলা

দিনাজপুর জেলার আয়তন

দিনাজপুর জেলার আয়তন প্রায় ৩৪৪৪.৩০ বর্গ কিমি বা ১৩২৯.৮৫ বর্গমাইল। এ জেলার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা অবস্থিত, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট এবং উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা অবস্থিত।

Leave a Comment