সূচি পত্র দেখুন
বারইয়ারহাট কিসের জন্য বিখ্যাত
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ৯০ কি.মি.[১] দূরত্বে বারইয়ারহাট শহর অবস্থিত । শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার একাদশ বৃহত্তম ও মিরসরাই উপজেলার দ্বিতীয় বৃহত্তম শহরাঞ্চল। মূলত শহরটির মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে যার কারণে এলাকাটি খুব দ্রুত একটি শহুরে অঞ্চল এবং ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে।
জোরারগঞ্জ কিসের জন্য বিখ্যাত
জোরারগঞ্জ ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ১১টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল
- গোপীনাথপুর
- গোবিন্দপুর
- দক্ষিণ তাজপুর
- নন্দনপুর
- উত্তর তাজপুর
- দেওয়ানপুর
- ভগবতীপুর
- পরাগলপুর
- খিলমুরারী
- উত্তর সোনাপাহাড়
- ইমামপুর
- মধ্যম সোনাপাহাড়
- দক্ষিণ সোনাপাহাড়