সূচি পত্র দেখুন
ভূমিকা
“বয়লার শিল্প কারখানার জন্য একটি আবশ্যকীয় প্রধান যন্ত্র বা প্রাণ স্বরূপ । সাধারণত সকল শিল্পেই বয়লার ব্যবহৃত হয়। তন্মধ্যে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা,চিনিকল,টেক্সটাইলমিল, পেপার মিল, ফিড মিল, রাইস মিল, ঔষধ শিল্প ও পােষাক শিল্প উল্লেখযােগ্য।
বয়লার একটি ঝুঁকিপূর্ণ যন্ত্র। বয়লার দুর্ঘটনা হলে বয়লারের সাথে সম্পৃক্ত জান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বয়লার দুর্ঘটনার প্রভাব শুধুমাত্র শ্রমিকের সাথে সংশ্লিষ্ট নয়, বরং বয়লার দুর্ঘটনা ঘটলে মালিক, সর্বসাধারণ তথা দেশ ক্ষতিগ্রস্থ হয়, এমনকি শিল্প বিনিয়ােগ ও জাতীয়অ র্থনীতিতেও প্রভাব পড়ে এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।বয়লার দুর্ঘটনার কারণে অনেক মানুষ হতাহত হয়। ফলে বয়লারের নিরাপত্তা নিশ্চিতকরণের কোন বিকল্প নেই। বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার লক্ষ্যে মালিক, ব্যবহারকারী,প্রকৌশলী ও পরিচারক সকলকেই সচেতন থাকা আবশ্যক। এক্ষেত্রে বয়লার সংশ্লিষ্ট সকলের বয়লার সম্পর্কে প্রাথমিক কারিগরি জ্ঞান থাকা যেমন প্রয়ােজন, তেমনি আইন ও বিধিমালার আলােকে বয়লার ব্যবহারের জন্য করণীয় বিষয়াদি জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার লক্ষ্যে বয়লার আইন, বিধি ও প্রবিধি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিরলসভাবে কাজ করছে। বয়লার এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় কর্তৃক “বয়লার ব্যবহার ও পরিদর্শন সহায়িকা নামক পুস্তকটি প্রকাশ করার উদ্যাগ নেয়া হয়েছে। এ পুস্তিকাটির মাধ্যমে বয়লার সম্পর্কে আইনগত ও কারিগরি প্রাথমিক ধারণাসমূহ পাওয়া যাবে। আশা করা যায়, মালিক, পরিদর্শক, পরিচারক, অন্যান্য কর্তৃপক্ষ, সরকারি অন্যান্য দপ্তর সংস্থার পরিদর্শক বা প্রকৌশলী নির্বিশেষে সকলের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় কর্তৃক প্রদত্ত সেবা গ্রহণের পদ্ধতি, বয়লার ব্যবহার বিষয়ে করণীয়, দুর্ঘটনার কারণ, দুর্ঘটনা প্রতিরােধে করণীয় এবং সাধারণ পরিদর্শনের সময় লক্ষণীয় বিষয়সমূহ সম্পর্কে সম্যক ধারণা লাভে এ পুস্তিকাটি সহায়ক
ভূমিকা পালন করবে।
বয়লার
সাধারণভাবে বয়লার বলতে বুঝায় একটি আবদ্ধ আধার বা পাত্র যার ভিতরে তাপ প্রয়ােগের মাধ্যমে পানি থেকে চাপযুক্ত বাষ্প উৎপন্ন করা হয়। বয়লারে জ্বালানি হিসেবে সাধারণত গ্যাস, তেল, কাঠ,কয়লা, তুষ ইত্যাদি ব্যবহার করা হয়।
চিত্রঃ বয়লারের ফাইল ছবি |
বয়লার আইন ১৯২৩ অনুযায়ী বয়লার অর্থ ২২.৭৬ লিটারের অধিক ক্ষমতা বিশিষ্ট কোন বদ্ধ আধার বা পাত্র যাহা চাপের (Pressure) মাধ্যমে কেবল বাষ্প উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এবং সেইসাথে উক্ত আধার বা পাত্রের সহিত সংযুক্ত কোন উত্তোলন যন্ত্র অথবা অন্য কোন ফিটিংস যাহা বাষ্প বন্ধ হইবার সময় সম্পূর্ণ বা আংশিকভাবে চাপযুক্ত থাকে।
বয়লার প্রকার
বয়লার সাধারণত দুই প্রকার।
(১) ফায়ার টিউব বয়লার এবং
(২) ওয়াটার টিউব বয়লার।
বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ মােতাবেক বয়লার দুই ধরণের
(১) স্মল ইন্ডাষ্ট্রিয়াল বয়লার
(২) ইন্ডাষ্ট্রিয়াল বয়লার
(১) ফায়ার টিউব বয়লারঃ
ফায়ার টিউব বয়লারে টিউবের ভিতরে আগুন বা আগুনের ধোঁয়া (Smoke) প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লার প্যাকেজ টাইপ, স্বল্প চাপের এবং কম ক্যাপাসিটির হয়ে থাকে। বিভিন্ন গার্মেন্টস টেক্সটাইল মিল, ঔষধ কারখানা ও রাইস মিলে এ ধরণের বয়লার ব্যবহৃত হয়।
চিত্রঃ ফায়ার টিউব বয়লার |
(২) ওয়াটার টিউব বয়লারঃ
ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয়। ওয়াটার টিউব বয়লার বেশি ক্যাপাসিটির এবং বাষ্পচাপ অধিক হয়ে থাকে। বিদ্যুৎকেন্দ্র, কেমিক্যাল কারখানা, সার কারখানা, চিনিকল ইত্যাদি কারখানায় ব্যবহৃত হয়। ওয়াটার টিউব বয়লার
চিত্রঃ ওয়াটার টিউব বয়লার |