রংপুর জেলা কেন বিখ্যাত | rangpur Jela kiser jonno bikkhato

সুপ্রিয় পাঠকবৃন্দ, রংপুর জেলা কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে জানার জন্য হয়তো আপনার উৎসাহিত, তাই আজকে আমরা আলোচনা করব rangpur jila kiser jonno bikkhato তাহলে জেনে নেই কেন‌ রংপুর জেলা বিখ্যাত

রংপুর জেলা কেন বিখ্যাত

রংপুর জেলা তামাক, ইক্ষু এর জন্য বিখ্যাত। রংপুরে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা পূরণ করা হয়।

রংপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

১.বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র

২.পায়রাবন্দ

৩. ভিন্ন জগৎ

৪.তাজহাট রাজবাড়ী

৫.ইটাকুমারী জমিদারবাড়ী

৬.চিকলির বিল

৭.মহিপুর ঘাট

৮.রংপুর চিড়িয়াখানা

৯.হাতী বান্ধা মাজার শরীফ

১০.ঝাড়বিশলা

রংপুর জেলার প্রশাসনিক অঞ্চলঃ

রংপুর জেলায় ৮টি উপজেলা রয়েছে

রংপুর জেলার উপজেল গুলো হল:

১.কাউনিয়া

২.পীরগঞ্জ

৩.পীরগাছা

৪.গংগাচড়া

৫.তারাগঞ্জ

৬.বদরগঞ্জ

৭.মিঠাপুকুর এবং

৮.রংপুর সদর

রংপুর জেলাটি আয়তন

রংপুর জেলাটি আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ২৪০০.৫৬ বর্গ কিমি। মোট ৮টি উপজেলা নিয়ে রংপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।

রংপুরের জেলার ইতিহাস

১৫৭৫ সালে মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরের সেনাপতি রাজা মান সিংহ রংপুর জয় করেন এবং ১৬৬৮ সালে সমগ্র রংপুরে মোগলদের আধিপত্য প্রতিষ্ঠা পায়। এ অঞ্চলের মোগালবাসা এবং মোগলহাট নামগুলি দীর্ঘ মোগল শাসনের চিহ্ন বহন করছে। পরে রংপুর ঘোরাঘাট সরকারের অধীনে চলে আসে এবং পর্বর্তিতে ১৮’শ শতকের শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রংপুরে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল।১৮৯০ সালে তৎকালীন পৌর কর্পোরেশনের চেয়ারম্যান ডিমলার জমিদার বাড়ির রাজা জানকীবল্লভ সেন রংপুর শহরে জলাবদ্ধতা নিরসনে তার মা চৌধুরানী শ্যামাসুন্দরী দেবী’র নামে যে খালটি পুনঃখনন করেন তাই আজকের শ্যামাসুন্দরী খাল নামে পরিচিত এবং তার দানকৃত বাগান বাড়ির জমিতে ১৮৯২ খ্রিষ্টাব্দে আজকের পৌরসভা ভবনটি গড়ে ওঠে।

Leave a Comment