১০০+ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি | ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ফেসবুক পোস্ট

 ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ২০২৩ নিয়েকবিতা আবৃত্তি,  আসসালামু আলাইকুম। explain24.com সাইটে আপনাকে স্বাগতম।১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ২০২২ নিয়ে শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও বাণী ফেসবুক পোস্ট বা স্ট্যাটাস দেওয়ার জন্য খুঁজছেন?  আজকে এই আর্টিকেলে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ২০২৩ নিয়ে কবিতা আবৃত্তি শেয়ার করব 

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি

মুজিব নামেই মনের মাঝে চলে আসে সেই সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।

মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।

মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ।

বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ

তুমি ছিলে তুমি রবে শেখ মুজিবুর রহমান,
তোমার কৃতি তোমার স্মৃতি চিরদিনি বহমান।

আগস্ট এলে শোকের দু’চোখ ব্যথার জলে যায় ভরে,
তোমার গড়া বাংলাদেশে শোক পতাকায় জল ধরে।

অমর অবিস্মরণীয় জাতীয় নেতা তুমি,
বিশ্ব মাঝে উজ্জ্বল তুমি উজ্জ্বল এই জন্মভূমি।

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছন্দ

জাতিকে জাগাতে যদি প্রাণ কাঁদে কারো,
এমন মহান নেতাকে কেউ এনে দিতে পারো?

যদি পারো তবে এমন কবিতাটি লেখো,
মানুষের দুখে কাঁদে প্রাণ ভাষণ পড়ে দেখো।

সে ভাষণ আর পায়ের চিহ্ন দুলুক হৃদয় বাগে,
শত্রুর পাখায় যেন এবার তুষের আগুন লাগে।

সে আগুনের শিখা হাতে আজকে তোমায় পূঁজি,
পিতা হারার অভাব যে আজ প্রতিক্ষণে বুঝি।                                                                                     Link- ২৬ শে মার্চের সেরা বিখ্যাত কিছু কবিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছন্দ ও কবিতা

শ্যামলের দেশে গায় পাখি শোকে গায় গান,
ঘরে ঘরে বয় শোক বান হাসি খুশি ম্লান।

ভাসে প্রিয় ছবি শোক দিনে মনে পড়ে কী যে,
বঙ্গবন্ধু নেই শোকে দেশ চোখ জলে ভিজে।

জালিমেরা কাড়ে সুখ সব দুখে নামে কান্না,
ভালোবাসা নেয় কেড়ে আহা কাড়ে মুক্তো পান্না।

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি

কোটি কোটি প্রাণে গাঁথা আছে ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে ভালোবাসা খুঁজি।

বঙ্গবন্ধু অন্তরতে ঠাঁই চিরদিন খাঁটি,
ভেজা রক্তে তাঁর দেশ বাঙালির ঘাঁটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্ট্যাটাস

তোমার ডাকে অস্ত্র হাতে করেছিলাম মুক্তিযুদ্ধ
স্বাধীনতার পরশ পেয়ে তাই হলাম পরিশুদ্ধ।
পরাধীনতার শিকল ভেঙে উন্নীত করি বিজয়ের শির
সারাবিশ্ব বিস্ময়ের চোখে দেখে এ জাতি বীর।
তুমি বাঙালির ইতিহাসের পাতায় সেই অমর মহাকাব্য

তুমি নাই তাই আজি মধুমতি হারায় নাব্য।
বীর বাঙালির হৃদয় তুমি রাজনীতির মহাকবি
পতাকার অই লাল সূর্যটায় তুমি আছো উজ্জ্বল ছবি।
মুক্ত আকাশ সূর্যের মতো দীপ্তি ছড়াও সেই তুমি
তোমার জন্মে ধন্য আমরা ধন্য এই মাতৃভ‚মি।

Leave a Comment